জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি | পার্টি সর্বস্তরের নেতৃত্বে সাথে আলোচনা শেষে স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা |2023 বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি দিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | দুইদিনের রাজ্যসভার এসে সোমবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলিত হয় সর্বভারতীয় সভাপতি | সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডার স্পষ্ট বার্তা ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে | কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে উন্নয়নের চূড়ায় পৌঁছাবে | আগামী নির্বাচনে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি দল |এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও জানান, জনজাতী অংশের মানুষের উন্নয়নে ভারত সরকার বিশ্ব ব্যাংক থেকে 13শ কোটি টাকা ঋণ নিয়েছে | এই টাকা দিয়ে শুধুমাত্র উপজাতি এলাকা গুলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও উপজাতী অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা হবে | যাতে করে গোটা দেশের লোকের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারবে উপজাতি অংশের মানুষ |ত্রিপুরার চা শ্রমিকদের উন্নয়নে গুচ্ছ প্রকল্পের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা , শুধুমাত্র চাষ শ্রমিকদের উন্নয়নে 85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে | যা দিয়ে চা শ্রমিকদের জন্য স্থায়ী বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে |ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস হবে না , রাজনৈতিক সন্ত্রাস’ থেকে শুরু করে উগ্রবাদী সমস্যা, নারী নির্যাতন, খুন সন্ত্রাস , ধর্ষণের মতো ঘটনা অনেকটাই নিচে নেমে এসেছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি |এদিকে পশ্চিমবাংলার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে বলে স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | এদিন মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন , একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মহিলা পাচার হচ্ছে, মহিলা নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা গুলি প্রতি নিয়ত ঘটে চলেছে | 20 23 বিধানসভা নির্বাচন নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি দলীয় কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন | বলেন মানুষ ত্রিপুরায় দুর্নীতিবাজ সরকারের পতন ঘটিয়ে পদ্ম ফুটেছে | এই পদ্মকে রাজ্যের মানুষই আগলে রাখবে |
রাজ্য
২০২৩ বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতির
- by janatar kalam
- 2022-08-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this