জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ফের আরো একবার দুঃসাহসিক চুরির ঘটনা। এবারের ঘটনা যেন আরো ভয়ংকর। রাজ্য আরক্ষা প্রশাসনে কর্মরত এক পুলিশ আধিকারিকের বাড়ির কলাপ্সেবল গেইটের তালা ভেঙে চোর চক্র ঘরে প্রবেশ করে হাতিয়ে নিল দু দুটি দামি মোটর বাইক সহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে আগরতলা জয়নগরের জয়পুর এলাকায়। এলাকার বাসিন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের বাড়িতে রবিবার মধ্যরাতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র সংঘটিত করে এই চুরির ঘটনা। সোমবার সকালে পরিবারের লোকজন প্রথম চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। পুলিশের সাব-ইন্সপেক্টরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার খবর মুহূর্তের ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে এদিন চোরচক্র বাড়ি থেকে দামি দুটি বাইক সহ নগদ অর্থ ও কাগজপত্র নিয়ে যায়। শহরের বুকে একের পর এক এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখন আতঙ্কগ্রস্ত।
রাজ্য
পুলিশের সাব-ইন্সপেক্টরের বাড়িতে এবার চোরের থাবা
- by janatar kalam
- 2022-08-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this