2024-12-15
agartala,tripura
রাজ্য

বিজেপি, আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বেড়ে চলেছে : ঝরনা দাস বৈদ্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ঢুকলি বিভাগীয় কমিটির সম্মেলন শুরু হয়েছে রবিবার। পশ্চিম জেলা সিপিআইএম সদর দফতরে আয়োজিত সম্মেলনে সংগঠনের চুলচেরা বিশ্লেষণ হবে। কিকি দুর্বলতা রয়েছে , 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন কি কি রণকৌশল গ্রহণ করবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এদিন সম্মেলন শুরুর আগে বামপন্থী নারী নেত্রীরা রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন,নারী নির্যাতনের পাশাপাশি এরাজ্যে গণতন্ত্রকেও খুন করা হয়েছে।তার বিরুদ্ধে আগামী দিনে গর্জে উঠবে মহিলারা। এদিনের সম্মেলনে প্রাক্তন সাংসদ ঝরনা দাস বৈদ্য নারী নির্যাতন রোধে নেশার বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান ,পাশাপাশি অভিযোগ করে বলেন এই রাজ্যের সরকারকে বহুবার বলা হয়েছিল নারী নির্যাতন রোধে একটি সর্বদলীয় কমিটি গঠন করার জন্য। সরকারবিরোধীদের কোন বক্তব্য শোনেনি যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে নারী নির্যাতন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এই সম্মেলন থেকে 2023 বিধানসভা নির্বাচনে রণকৌশল ঠিক করা হবে বলে দলীয় সূত্রে খবর। এখন থেকেই নারীর সমিতি ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service