জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-হাতি তাড়ানোর জন্য জঙ্গলে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে প্রাণ গেল এক তরুণী বধূর। ঘটনা কল্যাণপুর থানাধীন লক্ষ চন্দ্রপাড়ায়।শনিবার সকালে কল্যাণপুর লক্ষ্যচন্দ্র পাড়ার তরুণী বধূ বালাতি দেববর্মা (২৩) বাড়ির পাশে রান্না করবে বলে জঙ্গলে বাঁশ কড়ুল আনতে যান। আর তখন হাতি তাড়ানোর বৈদ্যুতিক তারে বিপিন দেববর্মার স্ত্রী বালাতি দেববর্মা জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই এলাকায় হাতির তাণ্ডব চলে। তাই জনৈক ব্যক্তি হাতির আক্রমণ থেকে বাঁচতে বিদ্যুৎ তার লাগিয়ে রেখেছেন। সেই বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে প্রাণ গেল তরুণী বধূর। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করতে পেরে সঙ্গে সঙ্গে গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণী গৃহবধূর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রাজ্য
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উপজাতি গৃহবধূর
- by janatar kalam
- 2022-08-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this