2024-12-20
agartala,tripura
রাজ্য

নাড্ডার জনসভা নিয়ে মজলিসপুরে প্রস্তুতি সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ২৮ আগস্ট রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুই দিনের সফরের শেষ দিন ২৯ আগস্ট এডিসির সদর দপ্তর খুমুলুঙে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এডিসিতে আয়োজিত এই সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে এখন পুরোদমে ময়দানে নেমে পড়েছেন দলের নেতা কর্মী সমর্থকরা। তাদের এখন লক্ষ্য একটাই সর্বভারতীয় সভাপতি সমাবেশকে ঐতিহাসিক জনসভায় পরিণত করা। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুক্রবার রানিরবাজার গীতাঞ্জলি হলঘরে মজলিশপুর মন্ডলের সকল পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, এই ঐতিহাসিক জনসভায় কাতারে কাতারে যোগ দিতে মুখিয়ে আছে গোটা মজলিসপুর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তারা। সেদিন জনঢল নামবে খুমলুঙে। মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্য ভূমিতে জে.পি.নাড্ডা-জী কে স্বাগত জানাতে পুরোদমে আমরা সবাই তৈরী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service