জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব ভট্টাচার্য। আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ে এক প্রকার উৎসবের আমেজেই নতুন সভাপতিকে বরণ করে নিলেন নেতাকর্মী সমর্থকরা। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের রাজ্য প্রভারী বিনোদ সোনকর, ফনিন্দ্র নাথ শর্মা সহ মন্ত্রী বিধায়ক ও এক ঝাঁক রাজ্য নেতৃত্ব।শুক্রবার বিদায়ী সভাপতি সহ উপস্থিত নেতৃত্ব এদিন সভাপতির আসনে বসালেন রাজিব ভট্টাচার্যকে। পরে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন পর্বে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই আগামী দিন দলকে শক্তিশালী করতে চাই। অনেকের সান্নিধ্যেই কাজ করার সৌভাগ্য হয়েছে। বিজেপি একটি কার্যকর্তার পার্টি। তাই কার্যকর্তাদের নিয়েই আগামী দিন দলকে শক্তিশালী করে ২০২৩ এ অধিক সংখ্যক আসন নিয়ে বিজেপি যাতে পুনঃ প্রতিষ্ঠা হয় সেটাই এখন মূল লক্ষ্য। দলের নতুন সভাপতিকে বরণ করে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা থেকে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীর দায়িত্ব অত্যন্ত সুনামের সঙ্গে পালন করেছেন রাজীব ভট্টাচার্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি দলের সভাপতি দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব দিয়েছেন তাতে তিনি অত্যন্ত খুশি। তিনি আশা করেন উনার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরায় সংগঠন আরো মজবুত হবে।
রাজ্য
উৎসবের আমেজে সভাপতির দায়িত্ব নিলেন রাজিব
- by janatar kalam
- 2022-08-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this