2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাষ্ট্রপতি ইস্যুতে বিরোধীদের সমালোচনা বিজেপির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সোমবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দিল্লিতে বসে কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে বিরোধী দল কংগ্রেস ও কমিউনিস্টদের তীব্র ভাষায় আক্রমণ করে সমালোচনা করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে এদিন বলেন দিল্লিতে বসে রাজ্যটাকে কালিমালিপ্ত করেছে কংগ্রেস ও কমিউনিস্টরা। তাদের এধরনের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে মন্ত্রী বলেন পুরনো কথা নতুন করে বলা তাদের পুরনো অভ্যাস। তাদের সিন্থেটিক আদায় করার রাজনীতির রাজ্যের মানুষ গ্রহণ করে না। সিপিআইএম পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। তারা ভালো করেই জানে ক্ষমতায় আগামী দিন আসতে পারবে না। তাই কংগ্রেসকে ধূসর বানিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। কারণ তারা জানে তাদের ডাকে দিল্লি সাড়া দেবে না। তাই কংগ্রেসকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে। আর কংগ্রেস ও দিবা স্বপ্ন দেখছে রাষ্ট্রপতি শাসন জারি করে বামফ্রন্টকে ক্ষমতায় বসানোর। এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। পশ্চিমবঙ্গের মানুষ যেমন তাদের অতীতে জবাব দিয়েছে, এই রাজ্যের মানুষ ও তা দেবে। মন্ত্রী অভিযোগ করেন কমিউনিস্টদের হাতে ক্ষমতা তুলে দিতে কংগ্রেস দল নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছে। গত উপনির্বাচনে মানুষ তার জবাব দিয়েছে। আগামী দিনেও রাজ্যের মানুষ তাদের মিতালীর উপযুক্ত জবাব দেবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী শ্রী চৌধুরী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service