সূত্রের খবর অনুসারে সাবরুম দশমীঘাট এলাকায়. প্রতিনিয়তই পার্শ্ববতী দেশ বাংলাদেশের রামগড় এলাকার ভবঘুরের আনাগুনা হয় বলে খবর. ঘটনা সূত্রে জানা যায় আজ বিকেলে সাবরুম দশমীঘাট ফেনী নদীর উপরে বিএসএফ এক ভবঘুরেকে আটক করে এবং বেক্তির সঠিক পরিচয় পত্র না পাওয়ায় বিবাদের সৃষ্টি হয় বিএসএফ এবং বিজিবির মধ্যে তাকে নিয়ে. তাছাড়া শেষ খবর পাওয়া অব্দি দুপক্ষের মধ্যে কোন সুরাহা না হওয়ায় পরিস্থিতি এখনো থমথমে বলে জানা যায়. এবং বগাফা হেডকোয়াটার থেকে বিশাল বিএসএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও এম্বুশ পেতে নিয়েছে দু পক্ষের বাহিনী বলে খবর. পাশাপাশি ভবঘুরে সেই ব্যাক্তিটি বিএসএফ এর অধীনে রয়েছে বলেও জানা যায়. এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়.
Leave feedback about this