2024-11-16
agartala,tripura
রাজ্য

তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহারাজার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করলেন রাজ্যের জাতি উপজাতি সব অংশের মানুষ। বেসরকারি উদ্যোগ ছাড়াও প্রশাসনিকভাবেও এদিন যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণ করা হলো রাজ্যের প্রকৃত অর্থের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন সন্ধ্যায় আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলঘরে আয়োজিত মহারাজার জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজপরিবারের সদস্য উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা প্রতাপগড় কেন্দ্রের বিধায়ক রেবতী মোহন দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা রাজ্যের সার্বিক উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোরের প্রচেষ্টার কথা তুলে ধরে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service