জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যজুড়ে শ্রদ্ধার সাথে উদযাপিত বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৪ তম জন্ম বার্ষিকী। শাসক দল বিজেপির উদ্যোগে মহারাজার জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন সাংসদ রেবতি ত্রিপুরা, মেয়র দীপক মজুমদার, দলের পদের সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, পাতাল কন্যা জমাতিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। উনার সময়ে যেসব উন্নয়ন রাজ্যে হয়েছে তা সত্যিই অকল্পনীয়। এই মহারাজাকে যাতে না জানতে পারে, তার জন্য এতদিন যারা রাজত্ব করেছে, তারা মহারাজার পরিবারকে কোনঠাসা করে রেখেছিল। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এবং মোদীজি চেষ্টা করেছে তাদের সম্মান দিতে। বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহারাজার নামে। বিভিন্ন জায়গায় যাতে উনাকে সম্মান দেওয়া যায়, সেই চেষ্টাও চলছে। শুধু মহারাজা কেই নয়, জনজাতিদের সম্মান দিচ্ছে দল। এতদিন শুধু তাদের নিয়ে ভোটের রাজনীতি হয়েছে।
রাজ্য
প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজার জন্ম জয়ন্তী
- by janatar kalam
- 2022-08-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this