2024-12-19
agartala,tripura
রাজ্য

কংগ্রেস কমিউনিস্ট এক জোট বেধেছে এখন, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ তারা : মুখ্যমন্ত্রী

বিজেপি আইটি সেলের সোশ্যাল মিডিয়া কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি আইটি সেল আয়োজন করে একদিনের গুরুত্বপূর্ণ কর্মশালা। বৃহস্পতিবার আইটি সেলের এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সোশ্যাল মিডিয়ার সর্বভারতীয় ইনচার্জ অমিত মালব্য। এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, দলের আইটি সেলের রাজ্য প্রভারী কিশোর বর্মন, প্রদেশ আহ্বায়ক চন্দন দেবনাথ প্রমূখ। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামীদিন ভয়ংকর দিন আসছে।। কংগ্রেস কমিউনিস্ট এক জোট বেধেছে এখন। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ তারা। উপ নির্বাচনে কিভাবে তারা চেষ্টা করেছে হারানোর জন্য। কিন্তু তারা সফল হয়নি। ভোট ট্রান্সফারের চেষ্টা করেছে। কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি একটি ডিসিপ্লিন পার্টি। বড়দের সম্মান করে বিজেপি। সোশ্যাল মিডিয়াকে বিরোধীরা ব্যবহার করে বিভিন্ন সময় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু বিজেপির কর্মীরা একই পরিবারের হওয়ায় তা পারেনি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন। আমরা তার সিকি ভাগ করতে পারলে সমাজের পরিবর্তন সম্ভব। তাই সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার করতে হবে। নেগেটিভ কোন ভাবনা নয় সদ ভাবনা নিয়েই মানুষের সামনে সবকিছু তুলে ধরতে হবে। এই কাজটা করার দায়িত্ব আইটি সেল এর কর্মীদের। তাই এধরনের কর্মশালার গুরুত্ব রয়েছে অনেক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service