জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বুধবার রাজধানী আগরতলার জগন্নাথবাড়ি পার্ক এবং লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠান শুরু হবার আগে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ জওয়ান অ্যালবার্ট এক্কার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অ্যালবার্ট এক্কাদের ইতিহাস কখনো ভুলার নয়। দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন দেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্ম বলিদান দিয়েছেন, তাদেরকে সব সময় স্মরণ করতে হবে। সরকার তাদেরকে স্মরণীয় করে রাখতে বহুবিধ পরিকল্পনা নিয়েছে। হর ঘর তেরঙ্গা কর্মসূচি তারই অঙ্গ হিসেবে ছিল। এই কর্মসূচি রাজ্যে দারুণভাবে সফল হয়েছে। দেশকে স্বাধীন করতে গিয়ে যারা যারা বলিদান হয়েছে এবং দেশের অখণ্ডটাকে রক্ষা করার জন্য এখনো যারা বলিদান হচ্ছে, তাদেরকে সব সময় দেশবাসী স্মরণ করবে।
রাজ্য
জোড়া পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-08-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this