2024-12-18
agartala,tripura
রাজ্য

ফাইলগুলি সরানো হয়েছে চুরি হয়নি, বিচার বিভাগীয় তদন্ত করা হউক : সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি ঘটনার মূল রহস্য উন্মোচনের জন্য উচ্চ আদালতে কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবী জানালো কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। সত্যিই যদি রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতি হয়ে থাকে তাহলে কিভাবে পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে যায়। এই ফাইল চুরির মধ্য দিয়ে চোরকে চুরির স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে ফাইল চুরি হতে পারে যেখানে, সেখানে এই রাজ্যে আজাদী যে ঝুটা হে তা সত্য। শ্রী রায় বর্মনের অভিযোগ ফাইলগুলি চুরি হয়নি এগুলি সরানো হয়েছে। যাকে এখন চুরি বলে আখ্যায়িত করা হচ্ছে। এর পেছনে গভীর রহস্য লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই রাজ্যের হাইকোর্টে কর্মরত কোন একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। একই সাথে এদিন শ্রী রায় বর্মন, স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে আজাদীকা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন নিক্ষেপ করেন। তিনি বলেন ১৫ই আগস্ট উপলক্ষে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে নতুন কিছু উল্লেখ করেননি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কাশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service