2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আত্মনির্ভরের আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ড্রাইভিং চালানোর প্রশিক্ষণের শেষে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। একই মঞ্চে এদিন উদ্বোধন হলো সদর জেলার অন্তর্গত বিভিন্ন স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। ন্যাশনাল ড্রাইভিং স্কুল আয়োজিত এই শংসাপত্র বিতরণ ও প্রশিক্ষণ শিবিরের সূচনা অনুষ্ঠান উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরও। গকুলনগর স্থিত উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় আয়োজিত এদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন ও সিপাহীজলা জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী যুবকদের আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। প্রকল্পগুলিকে কাজে লাগিয়েই নিজেকে আত্মনির্ভর করে তুলতে হবে বেকারদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service