জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
যান দুর্ঘটনায় গাড়ি রাস্তা থেকে উল্টে গভীর খাদে। ঘটনা মঙ্গলবার সকালে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া এলাকায়। অল্পেতে রক্ষা পায় গাড়ীর চালক। জানা গেছে উদয়পুর থেকে TR01AQ2644 নম্বরের একটি ম্যাজিক গাড়ি উদয়পুর থেকে ছেচুড়ীমাই যাওয়ার পথে বিশ্রামগঞ্জ কড়ুইমুড়া এলাকায় আসতেই গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে গাড়ি থেকে চালক কৃষ্ণ বিশ্বাসকে উদ্ধার করে। অল্পেতে প্রাণে রক্ষা পায় গাড়ি চালক। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মাত্রাতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনা রুখতে ট্রাফিক দপ্তরের ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকা থেকে।
রাজ্য
চাকা ফেটে গভীর খাদে ম্যাজিক গাড়ি
- by janatar kalam
- 2022-08-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this