2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মজলিসপুরে গ্রামের ঘরে ঘরের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের বীরদের অঙ্কন ছবি দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছেন, তাকে সফল করতে গ্রামের ঘরে ঘরের দেয়ালে স্বাধীনতা সংগ্রামের বীর গাঁথাকে অবলম্বন করে চিত্র অঙ্কনের মাধ্যমে সাজিয়ে তোলার ছবি মুখ্যমন্ত্রী নিজে তা দেখে উপলব্ধি করেন । সোমবার উত্তর মজলিসপুরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে স্থানীয় শ্রী রবি শীল ও শ্রী ঝুটন সূত্রধরের বাড়িতে যান । তাদের বাড়িতে স্বাধীনতার সংগ্রামীদের ছবিসহ যে দেয়াল চিত্র দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই গ্রামের আইসিডিএস সেন্টার সহ আরো বেশ কয়েকটি বাড়িতে ‘আজাদীকা অমৃত মহোৎসব’ উপলক্ষে এরকম দেয়াল চিত্র তৈরি করা হয়েছে। তবে এদিনের সফরে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন এবং এই ধরণের দেওয়াল ছবি অঙ্কন ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service