2024-12-18
agartala,tripura
রাজ্য

স্বাধীনতা দিবসে বেশ কিছু প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে আগরতলার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই ঐতিহাসিক দিনে তিনি রাজ্যের সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যবাসির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশ্যে দীর্ঘ ভাষণে এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রগতির ব্যাখ্যা দিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরেন। একই সাথে আগামী দিনের কর্মসূচিরও রুপরেখা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,অঙ্গনওয়ারী কেন্দ্রের সাথে বিদ্যালয়ের সংযোগ স্থাপনের জন্য নতুন মিশন ঘোষণা করা হবে। সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের হেলথ স্কিমের কথা যেখানে সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এর সুযোগ পাবেন। আই টি শিক্ষার সম্প্রসারণে জনজাতি ছাত্রী নিবাসে ১ হাজার জন নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের প্রত্যককে একটি করে ট্যাব প্রদান করা হবে। সিনিয়ার সিটিজেনদের সব ধরনের সমস্যা তুলে ধরার জন্য একটি ডেডিকেটেড হেলফ লাইন খোলা হবে। ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে নতুন ২০ টি অঙ্গনওয়ারী কেন্দ্র খোলা হবে। এই ২০ টি’র মধ্যে ১০ টি আগামী ১০০ দিনের মধ্যে করা হবে বলেও জানিয়েছেন তিনি। দিব্যাংগদের জন্যও নতুন নীতি ঘোষণা করা হবে। আগরবাতি সেক্টরে ও রাবার ট্রেপিং সেক্টরে মিনি মিশন স্থাপন করা হবে। দক্ষ কর্মীদের জন্য নতুন পোর্টালের সুচনা করা হবে।
উত্তর ও ধলাই জেলায় বিশেষ প্রজাতি শস্যের চাষের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। কুমারঘাট ও ঊনকোটি জেলায় যে সব জায়গায় আনারস চাষ করা হয় সেখানে ফল প্রক্রিয়াকরণের লক্ষ্যে গোদামজাত করনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। নগর বন যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও তেলিয়ামুরায় নতুন করে নগর বন স্থাপিত হবে। এছাড়া আগরতলার ডায়েটে ইংরেজি মাধ্যম কলেজ ও নরসিংগড় স্থিত ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজিতে একটি ড্রোন কেন্দ্র স্থাপন করা হবে।আসাম রাইফেল গ্রাউন্ডে এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন জনদের উল্লেখ যোগ্য কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন। বিভিন্ন স্কুল কলেজ এবং আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজে এদিন অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানে রাজ্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service