2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগরতলায় যুব মোর্চার বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
সোমবার আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে প্রদেশ যুব মোর্চা। এদিন প্রদেশ বিজেপি কার্যালয় থেকে যুব মোর্চার কর্মীরা সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে বটতলা গিয়ে সমাপ্ত হয়। যুব মোর্চা আয়োজিত এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন, সম্পাদিকা পাপিয়া দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবদল বণিক সহ প্রচুর সংখ্যক যুব মোর্চার কর্মী। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি শ্রী বণিক বলেন, দেশের আজাদী আন্দোলনে হয়তো যুব মোর্চা অংশ নিতে পারেনি। সেটা দুর্ভাগ্যের। কিন্তু এর পরেও সৌভাগ্য যে মোদিজীর নেতৃত্বে ভারত গড়ার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে যুব মোর্চার কর্মীরা সক্রিয় হয়ে কাজ করছে। সবকা সাথ সব কা বিশ্বাস নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরাতে কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে কাজ করছে যুব মোর্চারকর্মীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service