2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রিভিউ ফলাফল ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে উত্তরপত্র পুনমূল্যায়নের আবেদনের ভিত্তিতে পর্ষদ যথারীতিভাবে পুনর্মূল্যায়নের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফলাফল। সোমবার স্বাধীনতা দিবসের দিন পর্ষদ কার্যালয়ে পর্ষদের সচিব দুলাল দে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন ফলাফল। তিনি জানান ফলাফল পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা রোল নম্বর কিংবা রেজিস্টার নম্বর দিয়ে ক্লিক করলে স্ট্যাটাস চেইঞ্জ কিংবা নো চেইঞ্জ আসবে। এক্ষেত্রে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তাদের হবে চেইঞ্জ। তখন ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে পুরনো মার্কশিট জমা দিয়ে নতুন মার্কশিট সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে তুলে দেওয়া হবে নতুন মার্কশিট।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service