2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভারতবর্ষের আরেক নাম সূর্য। আর এই সূর্যের কিরণ হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য। আগরতলা কৃষ্ণনগর স্থিত সংহতি ক্লাবের ও দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছা রক্তদান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় রক্তদান উৎসব এবং মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর দেহ দান, বিবাহ নিবন্ধীকরণ এবং আধার নিবন্ধী করন শিবির। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, সদরের মহকুমা শাসক অসীম সাহা, ক্লাব সম্পাদক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কাঠিয়া বাবা মিশনের মহারাজ সহ আরো অনেকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service