2024-12-19
agartala,tripura
রাজ্য

সিপিআইএম পার্টির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মত এবারও রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম মর্যাদার সাথে উদযাপন করে এই দিনটি। আগরতলা মেলার মাঠ স্থিত পার্টির রাজ্য কার্যালয় দশরথ দেব স্মৃতিভবন সহ রাজ্যের সর্বত্রই পার্টির জেলা, মহকুমা, বিভাগীয় ও অঞ্চল কার্যালয় গুলিতে মর্যাদার সাথে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। সকালে রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টি রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সংসদ জিতেন্দ্র চৌধুরী। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর। এদিকে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সম্পাদক রতন দাস। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে জেলা সম্পাদক শ্রীদাস এদিন বলেন এই স্বাধীনতার জন্য সুদীর্ঘকাল সংগ্রাম হয়েছে। এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন তাদের শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছে দল। একই সাথে দল তুলে ধরছে স্বাধীনতার মূল্যবোধ। মূল্যবোধ হল ভারত বর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, দ্বিতীয় মূল্যবোধ হল দেশের মানুষ সমতা বজায় রেখে সবকিছু উপভোগ করবেন, কোন বৈষম্য থাকবে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service