2024-12-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহাকরণে স্বাধীনতা দিবস উদযাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মত আবারও দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আগরতলা মহাকরণ প্রাঙ্গণে। সেখানে সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন তথা উচ্চ শিক্ষা মন্ত্রীর। নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী শ্রীনাথ আরক্ষা প্রশাসনের কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন। এই অনুষ্ঠানে আইনমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে বলেন, এবছর দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তেরঙ্গা কর্মসূচির আহ্বান করেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে প্রতিটি বাড়িঘরেই সব অংশের মানুষ এদিন উত্তোলন করলেন জাতীয় পতাকা। প্রতি বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের চিন্তা চেতনা অতীতে কোনদিন হয়নি। আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল প্রতিটি নাগরিকের মনে জাতীয় পতাকাকে জাগ্রত করে তোলা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service