2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের রক্তদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশ জুড়ে চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসব। আর এই মহোৎসব উপলক্ষে ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে রবিবার আয়োজন করা হয় সামাজিক দায়বদ্ধতায় এক মেগা রক্তদান শিবির। আগরতলায় অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রামপ্রসাদ পাল। ছিলেন দপ্তরের আধিকারিক অপূর্ব রায় সহ আরো অনেকে। শিবিরের উদ্বোধন করে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী শ্রীপাল বলেন, আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষেই সামাজিক দায়বদ্ধতা স্বরূপ এই কর্মসূচি আয়োজন। রক্তদানের মত সামাজিক কর্মসূচি আর কিছুই হতে পারে না। তাই এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য দপ্তরের কর্মীদের কারীদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি প্রত্যেকেই এধরনের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন মন্ত্রি শ্রী পাল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service