জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দুধ ডিম মাংস উৎপাদন পূর্বের তুলনায় রাজ্যে অনেকটা বেড়েছে। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি জানান দফতরের সাফল্য প্রতি মাসে একবার রাজ্যের জনগণের সামনে তুলে ধরা হবে। দফতরে কি কাজ হচ্ছে ,কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি ভাবে আগামী দিন তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তা অবশ্যই জনসমক্ষে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করে প্রশাসন। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে দফতরের অগ্রগতির চিত্র সামনে তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অগ্রগতির চিত্র সামনে তুলে ধরে বলেন এই পশু পালন দফতরের অনেক প্রকল্প রয়েছে এবং যেখানে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও অর্থানুকূল্য প্রদান করা হয়েছে।তিনি বলেন ২০১৭-১৮ সালে রাজ্যে দুধ উৎপাদন ছিল মাথা পিছু ১২৩ গ্রাম। ২০১৮-১৯ তা বেরে হয়েছে ১২৯ গ্রাম। ২০১৯-২০ সালে তা বেরে হয়েছে ১৩৬.৩৯ গ্রাম। ২০২০-২১ সালে তা বেরেছে এবং ১৪১.১৫ গ্রামে দাঁড়িয়েছে। ২০২১-২২ অর্থ বছরে তা বেরে হয়েছে ১৪৭.২৮ গ্রাম। রাজ্যে ডিম উৎপাদন সম্পর্কে দফতরের সাফল্য তুলে ধরে বলেন ২০১৭-১৮ অর্থ বর্ষে ছিল প্রতি বছর মাথা পিছু ৬৭ টি, ২০১৮-১৯ অর্থ বর্ষে সেটা হয়েছে ৭০ , ২০১৯-২০ বছরে তা বেরে দাঁড়িয়েছে ৭৪, ২০২০-২১ অর্থ বছরে তা বেরে দাঁড়িয়েছে ৭৬ এবং ২০২১-২২ অর্থ বছরে প্রতি বছর মাথা পিছু হিসেবে তা দাঁড়িয়েছে ৭৯ তে। তিনি জানান রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর ডিম উৎপাদন বাড়ানোর জন্য নতুন করে নীতি গ্রহণ করেছে। সে কাজও শুরু করা হয়েছে।
রাজ্য
রাজ্যে দুধ ডিম মাংসের উৎপাদন বৃদ্ধি
- by janatar kalam
- 2022-08-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this