জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হর_ঘর_তিরঙ্গা কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে আজ রাজধানী আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন মহাত্মা গান্ধীজি’র মর্মর মূর্তির পাদদেশ থেকে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ সুশ্রী প্রতিমা ভৌমিক,পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা,রাজ্য মন্ত্রীপরিষদের অন্যান্য মন্ত্রী,বিধানসভার অন্যান্য বিধায়ক-বিধায়িকা,আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এদিন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান সারা রাজ্যে কোথাও না কোথাও ৭৫তম আজাদী কা মহোৎসব উপলক্ষে কিছু কিছু করে যাচ্ছে তার বাইরে আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী পরিষদ ও বিধায়ক বিধায়িকা এবং বিভিন্ন সরকারি আমলাদের দের নিয়ে গান্ধীর পাদদেশ থেকে এক বর্ণাঢ্য আয়োজন পাশাপাশি ১৩থেকে ১৫তারিখ পর্যন্ত হর ঘর তীরঙা কর্মসূচিকে সবার চিন্তা ধারায় নিয়ে যাওয়ার লক্ষে মূলত এই কর্মসূচি বলে জানান মন্ত্রী শ্রী চৌধুরী। তবে এদিনের কর্মসূচিতে সবার মধ্যে একটা আলাদা খুশির বাতাবরণ ছিল বলে চলে।
রাজ্য
স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ও অমৃত কা মহোৎসব উদযাপন উপলক্ষে রাজধানীতে সুবিশাল তিরঙ্গা পদযাত্রা
- by janatar kalam
- 2022-08-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this