2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গনে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূলত হরগড় তেরেঙ্গা কর্মসূচিকে সফল করতে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এদিনের এই কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর বিজেপি মন্ডল সভাপতি দীপক কর, কর্পোরেটর হিমানী দেববর্মা সহ আরো অনেকে। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যেও চলছে এখন হরঘর তেরেঙ্গা কর্মসূচি।এই কর্মসূচির সাথে রয়েছে দেশের মনীষীদের মূর্তি পরিষ্কার ও মাল্যদান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service