জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এর আহবান নিয়ে সারা দেশব্যাপী মার্চ ফর এডুকেশন নামে ছাত্রছাতার সংঘটিত করার উদ্যোগ নিয়েছে। রাজ্যেও সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে ১২ আগস্ট ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন যৌথভাবে আগরতলায় জাঠা মিছিল ও সমাবেশ সংঘটিত করবে। ছাত্রদের এই আন্দোলনের প্রতি এবার পূর্ণ সমর্থন জানালো, জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার। বুধবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্রদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক ডঃ মিহির লাল রায় অভিযোগ করে বলেন, সারাদেশের সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সারা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে স্থানে স্থানে স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ। বিভিন্ন ছাত্র সংগঠনও প্রতিবাদে সোচ্চার হয়েছে। সার্বিকভাবে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যা চলছে তা ছাত্র বিরোধী, জনবিরোধী এবং তা নতুন শিক্ষানীতির পথ ধরেই। তাই দেশের স্বার্থে, সভ্যতার স্বার্থে, নতুন প্রজন্মের স্বার্থে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ছাত্রদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তাদের এই কর্মসূচিকে সম্মতি জানিয়ে সমাজের সব অংশের মানুষকে এতে অংশ নেওয়ার জন্যও আহব্বান জানান তিনি।এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মিহির দেব, বিভু ভট্টাচার্য, স্বপন পোদ্দার, জয়ন্ত চৌধুরী, ছাত্রনেতা সন্দীপন দেব প্রমূখ।
রাজ্য
ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন
- by janatar kalam
- 2022-08-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this