2024-12-18
agartala,tripura
রাজ্য

সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদানে সপ্তসিন্ধু ক্লাব

করোনা সংক্রমণে গোটা বিশ্বে মৃত্যুর হার দিন দিন বেরিই চলছে সে জাগায় আমাদের দেশে সংক্রমণের সংখ্যা প্রায় ৩৫০০০. দেশে যেন সংক্রমণের সংখ্যা না বাড়ে তার জন্যে দেশের প্রধানমন্ত্রী দেশব্যাপী লক ডাউন চলাকালীন যে জাগায় রাজ্যের জনগণ নিজ বাড়িতে সময় কাটাচ্ছে সে জাগায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকরা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েও রাজ্যের জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষে সচল রয়েছেন. তারই পরিপেক্ষিতে আজ রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত সপ্ত সিন্দু ক্লাবের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক বসন্ত সেন ও বিজেপি নেতা কমল দের উপস্থিতিতে সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়,

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service