2024-11-16
agartala,tripura
রাজ্য

ছাত্র অঙ্গীকার সপ্তাহ উদযাপন শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৯ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক দিন। এই দিনে দেশের জনগণ ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে ৯ইআগস্ট থেকে১৫ আগস্ট এআইডিএসও সর্বভারতীয় কমিটি দেশব্যাপী শিক্ষার বিভিন্ন দাবিতে ছাত্র অঙ্গীকার সপ্তাহ পালন করার কর্মসূচি গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে এদিন সকাল ১১টায় আগরতলার রাজবাড়ীস্থিত বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং মাষ্টারদা সূর্যসেনের মূর্তির পাদদেশে- জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ বন্ধ করা, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল চালু, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোনোরকম ফি আদায় না করা,প্রতিটি স্কুল-কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, সহ বিভিন্ন দাবিতে সংগঠনের রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে এক ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার বলেন এবছর ভারতের স্বাধীনতা সংগ্রামের ৭৫ বছর পূরণ হতে চলছে। অথচ স্বাধীনতার বেদিমূল্যে নিঃস্বার্থভাবে যারা প্রাণ দিয়েছেন ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয়-বাদল-দীনেশ, প্রীতিলতা, মাতঙ্গিনী,মাস্টারদা নেতাজি সহ বিপ্লবীদের আশা-আকাঙ্ক্ষা স্বপ্ন আজও পূরণ হয়নি। আজও পাঠ্যপুস্তকে এই বীর বিপ্লবীদের জীবন সংগ্রাম অন্তর্ভুক্ত হয় নি বরঞ্চ ইতিহাসে স্বদেশী আন্দোলনের যতটুকু ঘটনার উল্লেখ আছে সেগুলিও পাঠ্যপুস্তক থেকে তুলে দিচ্ছে। তাই দেশের এই দুর্দিনে বরেণ্য মনীষীদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সমস্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এবং শিক্ষার অধিকার রক্ষার্থে তীব্র আন্দোলন গড়ে তুলতে ছাত্র,শিক্ষক, অভিভাবক সহ সকল স্তরের জনসাধারণের সমাজের নিকট তিনি আহ্বান জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service