2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাত দফা দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-৭ দফা দাবিতে যৌবনের এক উত্তাল মিছিল সংগঠিত করে ডি ওয়াই এফ আই । মঙ্গলবার সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আড়ালিয়া এলাকায় হয় এই উদ্দীপনাময় মিছিল।এদিন সকালে আড়ালিয়া পঞ্চবটি বাজার থেকে শতাধিক যুবক রাজ্যের বেকার যুবক যুবতীদের নিশ্চিত কর্ম সংস্থানের দাবি নিয়ে স্লোগান সোচ্চার মিছিলে অংশ নেন। মিছিলটি আড়ালিয়া ঘোষ পাড়া, স্কুল চৌমুহনি হয়ে শান্তিপাড়া বাজারে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব, ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য নেতা খোকন ঘোষ, প্রাক্তন ছাত্র – যুব নেতা পঙ্কজ ঘোষ, বিপদ বন্ধু হৃষিদাস, মিহির দত্ত প্রমুখ। সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস বলেন, বি জে পি জোট সরকার রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করছে। বছরে ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এখন তা পালন করছে না। টেট উত্তীর্ণ হয়েও শিক্ষিত বেকারা চাকরির সন্ধান পাচ্ছেন না। স্কুল গুলিতে শিক্ষক নেই। ছাত্র ছাত্রীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলন করলে দুর্বৃত্তরা তান্ডব চালাচ্ছে। মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service