জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলের ঝাঁটা মিছিল শুরু হবে আগামী ১২ আগস্ট আগরতলা থেকে। সর্বভারতীয় কর্মসূচির সঙ্গে রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৬ দফা দাবিও যুক্ত করা হয়।জাটা মিছিল ১২ আগস্ট আগরতলা প্যারাডাইস চৌমুহনি থেকে শুরু হবে। সেদিন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনিতে এক পথসভায় মিলিত হবে। পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও বক্তব্য রাখবেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস, পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্যসহ আরো অনেকে। সোমবার আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এসএফআই ও টি এস ইউ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। শ্রীদেব আরও জানান, ১২ আগস্ট কুমারঘাটে হবে এরূপ আরেকটি ছাত্র সমাবেশ। সেখানে ঊনকোটি, উত্তর ও ধলাই জেলার ছাত্ররা অংশ নেবে। কুমারঘাট এর সমাবেশে বক্তব্য রাখবেন এসএফআই পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতা দাস সহ আরো অনেকে।
রাজ্য
ছাত্রদের ঝাঁটা মিছিল শুরু ১২ আগস্ট
- by janatar kalam
- 2022-08-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this