2024-12-20
agartala,tripura
রাজ্য

কৈলাশহরে বনধে মিশ্র সাড়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ১৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা ঊনকোটি, উত্তর ও ধলাই জেলা‌ ২৪ ঘন্টা বনধের মিশ্র ছাড়া লক্ষ্য করা গেল ঊনকোটি জেলা সদর কৈলাসহরে। সকাল থেকেই রাস্তাঘাট শুনশান, স্কুল-কলেজ, অফিস-আদালত, বাজার হাট সবকিছুই কার্যত বন্ধ, রাস্তাঘাট শুনশান। বন্ধকে সফল করতে সকাল থেকেই মাঠে নামেন
প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, NSUI রাজ্য সভাপতি সম্রাট রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ জেলা কংগ্রেস সভাপতি মোহম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। তবে বনধকে ঘিরে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পিকেটিং এর সময় বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়।কৈলাশহরে এই বনধ সর্বাত্মক সফল করার লক্ষ্যে কংগ্রেস দল সর্বশক্তি প্রয়োগ করে। বনধের প্রভাবে কৈলাসহর আগরতলা যাবার যাত্রীবাহী বাস চলাচল করেনি, যেহেতু তিনটি জেলাকে কেন্দ্র করে এই বনধ, তাই ট্রেন চলাচলকে বনধের আওতার বাইরেই রেখেছিলো কংগ্রেেস।কংগ্রেস দলের পক্ষ থেকে বনধ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service