2024-12-19
agartala,tripura
রাজ্য

বাড়তে পারে লক ডাউন ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আজ সর্বদলীয় বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক ডাউন নিয়ে বলতে গিয়ে জানান যদি লক ডাউন খোলা হয় তাহলে বাস থেকে শুরু করে ট্রেন,প্লেইন সবকিছু চলবে এগুলিকে আটকানো লক ডাউন ছাড়া সম্ভব নয়. সুতরাং আমাদের কোন না কোন ভাবে এই লক ডাউনকে দৈনন্দিন জীবনের একটি নিয়ম বলে মেনে নিতে হবে যত দিন কোন ভেকসিন না বের হয় . পাশাপাশি তিনি জানান ত্রিপুরাবাসি এই বিষয়ে অবগত আছেন আর সেই দিশাতে চলবে বলে আশা ব্যাক্ত করেন.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service