2024-12-19
agartala,tripura
রাজ্য

বহিরাজ্য থেকে রাজ্যে নিয়ে আসা এম্বুলেন্সের ড্রাইভারের শরীরে মিললো করোনা

আজ মহাকরনে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এক সর্বদলীয় বৈঠক হয় সেই বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা প্রসঙ্গে জানান গত ২৭তারিখ রাতে চেন্নাই থেকে রাজ্যের ৫জন যাত্রী ও ২জন ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাজ্যের উদয়পুর পৌঁছায় তখনি তাদের ৭জনের কোবিদ১৯ টেস্ট করা হয়. আজ সেই টেস্টার রিপোর্ট আসে ও সেই ২জন ড্রাইভার এর মধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়াযায় বলে জানান পাশাপাশি তামিলনাড়ুর বাকি আরেকজন ড্রাইভার সহ রাজ্যের ৫জনের রিপোর্ট করোনা নেগেটিভ বলে জানার সত্ত্বেও রাজ্যের ওই ৫জনকে ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service