জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গত বছরের ২০ এবং ২২ আগস্ট জে আর বি টি পরীক্ষা হলেও কোন অজানা কারনে এই পরীক্ষার ফলাফলের কোন নাম গন্ধ নেই। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আনএমপ্লয়েড ইয়থ ফোরাম দাবি জানায় স্বচ্ছতার মাধ্যমে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হউক। যাদের মেরিট থাকবে তারাই চাকুরি পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই জে আর বি টি প্রসেস যাতে অতিসত্বরই শেষ করা হয় এই আবেদন রাখা হয় এদিন।
তাদের আরও বক্তব্য হল এই জে আর বি টি রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট। কিন্তু কি কারনে তা বন্ধ হয়ে রয়েছে , কিংবা কি কারনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই সব ব্যাপারে এখনো অন্ধকারে রয়েছেন উনারা। সরকারের উদ্দেশ্যে তাদের একটাই দাবি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তা কমপ্লিট করা হয়।
রাজ্য
অতিসত্বর জে আর বিটির ফলাফল ঘোষণার দাবি
- by janatar kalam
- 2022-08-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this