2024-09-20
agartala,tripura
রাজ্য

বিজেপি-তে যোগ দিলেন সাইনা নেহওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চমক দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপি-তে যোগ দিলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি। সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বোন চন্দ্রাংশুও। বিজেপি-তে যোগ দেওয়ার পরে সাইনা বলেন, ‘‘দেশের হয়ে আমি পদক জিতেছি। আমি নিজে খুব পরিশ্রম করি। যাঁরা পরিশ্রমী, আমি তাঁদের পছন্দ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেক কিছু করছেন। আমিও দেশের জন্য কিছু করতে চাই। নরেন্দ্র স্যরকে দেখে আমি অনুপ্রাণিত হই।’’
পিভি সিন্ধুর উত্থানের আগে সাইনাই ছিলেন ভারতের ব্যাডমিন্টনের অন্যতম মুখ। ২৪টি আন্তর্জাতিক খেতাবের মালকিন তিনি। ২০০৯ সালে বিশ্বের দুই নম্বর হন সাইনা।
২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছন তিনি। বিশ্বের একনম্বর খেলোয়াড় হন তিনি। এই মুহূর্তে সাইনা ৯ নম্বরে রয়েছেন। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। রাজীব খেলরত্ন পুরস্কার প্রাপ্ত সাইনা চোট আঘাতের জন্য কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন একাধিকবার। অস্ত্রোপচারের পরে প্রতিবারই তিনি ফিরে আসেন।
বিশেষজ্ঞরা বলছেন, এখনও কয়েক বছর তিনি ব্যাডমিন্টন কোর্ট কাঁপাতে পারেন। সাইনার আগে অবশ্য অনেক ক্রীড়াবিদই সক্রিয় রাজনীতিত পা রেখেছেন। হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগীর ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এ বার সাইনাও নেমে পড়লেন রাজনীতির আঙিনায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service