2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে আসছেন গিরিরাজ সিং

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তিনদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় গ্রামীন বিকাশ মন্ত্রণালয়ের মন্ত্রী গিরিরাজ সিং।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় গ্রামীন বিকাশ দপ্তরে যে যে উন্নয়নমূলক প্রকল্প গুলি চলছে মূলত সেইগুলি খতিয়ে দেখতে চলতি মাসের 25, 26 ও 27 তারিখ তিন দিনের ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামীন বিকাশ মন্ত্রণালয়ের মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে দেখা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এক আত্মিক সম্পর্ক রয়েছে তার। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা হয়েছে কেন্দ্রীয় গ্রামীন বিকাশ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে।এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানান, ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমির সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক রয়েছে।তিনি সর্বদাই ত্রিপুরার উন্নয়ন এর বিষয়ে চিন্তিত থাকেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service