2024-12-30
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৪০ লক্ষ টাকার পুজোর আয়োজন ফ্লাওয়ার্স ক্লাবের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ‘গত দু’বছর করুণার জন্য প্রতিটা ক্লাবেরই পুজো হয়েছিল ছোট আকারে। এবছর করোনা অনেকটা নিয়ন্ত্রণে থাকায় রাজধানীর প্রতিটি ক্লাবেই বড় বাজেটের পুজো আয়োজন করছে। আগরতলার ফ্লাওয়ার্স ক্লাব এ বছর তাদের থিমে তুলে আনছে রাজস্থানের চিত্রগরের রাজবাড়ি। নবদ্বীপের শিল্পী প্যান্ডেল ও মূর্তির দায়িত্বে রয়েছেন পাশাপাশি আলোকসজ্জায় রয়েছেন রাজ্যের শিল্পী। ৪০ লক্ষ টাকা বাজেটের এই আয়োজন বলে জানান পূজো কমিটির সভাপতি কিশলয় মোদক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service