জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার ক্ষমতা বিশিষ্ট ব্লাড সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, রক্তদানের মতো আর কোন দান হতে পারে না। একজনের রক্তদান বাঁচিয়ে তুলতে পারে একটি মুমূর্ষু রোগীকে। সুতরাং প্রত্যেককে রক্ত দানের মত মহৎ দানে এগিয়ে আসতে হবে।খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে এই ব্লাড সেন্টারটি উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।কথা বলেন কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সাথে।মহাকুমা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করে মুখ্যমন্ত্রী খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায়। উল্লেখ্য নতুন এই ব্লাড সেন্টারটির উদ্বোধনে এলাকার প্রায় ১লক্ষ ৭০ হাজার মানুষ বিশেষভাবে উপকৃত হবে |
রাজ্য
২৬ লক্ষ টাকা ব্যয়ে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার ক্ষমতা বিশিষ্ট ব্লাড সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-08-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this