2024-12-18
agartala,tripura
রাজ্য

বকেয়া মহার্ঘ ভাতার দাবি সরকারি কর্মচারী সমন্বয় সমিতির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য মন্ত্রিসভা কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার মধ্যে ৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তে একাংশ কর্মচারী সমাজ খুশি হলেও, অনেকেই আবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কারণ তাদের ন্যায্য পাওনা আরো অনেক। বুধবার আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক স্বপন বল জানান পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণাতে খুশি হওয়ার কোন কারণ নেই। এখনো প্রচুর টাকা কর্মচারীরা পাওনা রয়েছে। সরকার বকেয়া মহার্ঘ ভাতা প্রদান না করার ফলে প্রতি মাসে কর্মচারীরা একটা ভালো অংকের টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সময়ের সাথে সঙ্গতি রেখে কর্মচারীদের বছরে অন্তত দুইবার মহার্ঘ ভাতা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমান এই সরকার সাড়ে চার বছরে মাত্র এই প্রথম মহার্ঘ ভাতা ঘোষণা করল। তাও মাত্র পাঁচ শতাংশ। সংগঠনের দাবি অবিলম্বে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক। আর এই দাবিসহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, ১০৩২৩ শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান সহ মোট চার দফা দাবিতে আগামী ৬ই আগস্ট সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করবে কর্মচারীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service