জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর কাজ কি মানুষ কিছুই জানত না।মনে হতো ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে সরকারের একটি গুপ্তধনের জায়গা।জনগণ তাদের টাকার হিসাব পেত না।বর্তমান সরকার ট্রান্সপারেন্সি সরকার। ফাইন্যান্স ডিপার্টমেন্ট সরাসরি সরকারি অর্থ জনকল্যাণে বিভিন্ন স্কিম তাদের একাউন্টে ট্রান্সফার করছে।এখানে গোপনীয়তায় বলতে কোন জিনিস নেই।কেননা টাকা কারো নিজস্ব সম্পদ নয় , জনগণের টাকা জনগণকে সম্পূর্ণ হিসেব-নিকেশ দিতে হবে। বর্তমান সরকারের অর্থ দপ্তর প্রশংসনীয় কাজ করে চলছে। মঙ্গলবার রাজধানীর টাউনহল আয়োজিত গভারমেন্ট মার্কেটপ্লেস বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধন করে কথাগুলো বললেন রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রী জিষ্ণু দেব বর্মন। এদিন শ্রী দেব বর্মন অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ সমস্ত অংশের কর্মীদের ভুয়শী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।বলেন যে রাজ্যের অর্থনীতি যত সুদৃঢ় সেই রাজ্যের উন্নতি ততোধিক দ্রুতগতিতে এগিয়ে যাবে।ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার সুদৃঢ় থাকার ফলেই জনকল্যাণে কাজ করতে পারছে রাজ্য সরকার। আগামী দিনে অর্থনৈতিক ব্যবস্থা আরো চাঙ্গা করার উপর গুরুত্ব দেবে সরকার।
রাজ্য
অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ অর্থমন্ত্রীর
- by janatar kalam
- 2022-08-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this