2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৫ শতাংশ ডিএ ঘোষণা, খুশীর হওয়া কর্মচারী মহলে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুজোর আগে কর্মচারীদের জন্য সুখবর , সরকার ঘোষণা করল পূজার উপহার, 5 শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার | বিভিন্ন দপ্তরে ছাড়া হবে চাকরি , সাংবাদিক বৈঠক করে জানালেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী | পহেলা জুলাই 2022 থেকে লাগু হবে বর্ধিত মহার্ঘ ভাতা | পেনশনাররাও আসবে তার আওতায় | এদিন শ্রী চৌধুরী আরো জানান, খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, Ad-hoc এর ভিত্তিতে কর্মচারীদের দেওয়া হবে প্রমোশন |

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service