জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-৫৫ বছরের উর্ধ্বে সকল সেলুন কর্মীদের ভাতা প্রদান, প্রত্যেক সেলুন কর্মীদের সরকারি আয়ুষ্মান কার্ড প্রদান, সরকারিভাবে তৈরি বিভিন্ন বাজার গুলিতে বাজার শেডে সেলুন কর্মীদের পুনর্বাসন, সেলুন কর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিশেষ আর্থিক সাহায্য প্রদান ইত্যাদি। এরকম মোট আট দফা দাবি নিয়ে মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভগবান দাসের কাছে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সেলুন কর্মী সমিতি। প্রতিনিধিমূলক ডেপুটেশনের নেতৃত্ব দেন শ্রমিক নেতা বিপ্লব কর। মহাকরণ চত্বরে দাঁড়িয়ে এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রসঙ্গে শ্রমিক নেতা শ্রী কর বলেন করোনা কালীন পরিস্থিতিতে রাজ্যের সেলুন কর্মীরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তাই পরিবার পরিজন নিয়ে তাদের বেঁচে থাকার প্রশ্নে মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন। তিনি আশা প্রকাশ করেন রাষ্ট্রবাদী সরকার সেলুন কর্মীদের এই দাবিগুলির প্রতি সহমত পোষণ করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave feedback about this