2024-12-18
agartala,tripura
রাজ্য

স্বপ্নের লাইট হাউস নির্মাণের কাজের ধীরগতি নিয়ে হতাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।

রাজধানী আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষের স্বার্থে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক বহুতল বাড়ি। হাজারেরও অধিক পরিবার বসবাস করার জন্য মোট ৩৩০০ স্কয়ার মিটার জায়গাতে বাস্তবায়িত হতে চলেছে লাইট হাউস প্রকল্প। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য মোট খরচ ধরা হয়েছে ১৬২ কোটি ৫০ লক্ষ টাকা। প্রতি ঘরের জন্য খরচ পড়বে ১৬ লক্ষ ২৫ হাজার টাকা। রাজ্য সরকার ফ্ল্যাট গুলি ৫ লক্ষ এবং ৭ লক্ষ করে জনসাধারণের মধ্যে লটারির মাধ্যমে বিতরণ করছে। এখানে প্রায় ১০০০ ঘর তৈরি হবে, তার মধ্যে ৯০০ র উপরেই নাকি এডভান্স টাকা দিয়ে দিয়েছে ভুক্তভোগীরা। কিন্তু স্বপ্নের এই লাইট হাউজ নির্মাণ কাজ চলছে অনেকটাই ধীরগতিতে।যা মেনে নিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাই সোমবার সকালে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মাণস্থলে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আধিকারিক কিরণ গিত্যে, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন গোটা লাইট হাউস প্রজেক্ট এর কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, কাজের ধীরগতি নিয়েও হতাশা ব্যক্ত করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্মাণ কাজে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তা মেনে নেওয়া যায় না। কারণ প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হলো এই লাইট হাউস। একে সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। খুব দ্রুত কাজ সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service