2024-12-18
agartala,tripura
রাজ্য

রহস্যজনক যুবকের মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সাত সকালে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিশালগড় থানাধীন হরিশ নগর চা বাগান সংলগ্ন রেল ব্রিজ এলাকায়।জানা যায় সোমবার সকালে প্রাত ভ্রমণ কারীদের নজরে পড়ে প্রথম মৃতদেহটি। মুহুর্তে এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতার। খবর পেয়ে ছুটি আসে বিশালগড় থানার ওসি হিমাদ্রি সরকার। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশক ওষুধের বোতল উদ্ধার করে।ধারণা করা হচ্ছে কীটনাশক ওষুধ খেয়েই মৃত ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত ব্যক্তির পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড পাওয়া যায়। উদ্ধার হওয়া নথিপত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম সূর্য পাল পিতা তপন পাল। বাড়ি সিন্দুক পাথর শান্তির বাজার। পরে বিশালগড় থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে বিশালগড় হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। রহস্যজনক এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service