2024-11-17
agartala,tripura
রাজ্য

রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই এলাকার বিধায়িকা কল্যাণীর ক্ষোভে ফুটছেন এলাকাবাসি

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দীর্ঘ কয়েক বছর যাবৎ বাম আমল থেকেই ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ৫ নং ওয়ার্ডের “ANANDA MARGA GIRLS SCHOOL” যাতায়াতের মূল রাস্তাটি । সংস্কারের কোন উদ্যোগ নেই রাম আমলের স্থানীয় নেতা আমলা থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের । বলা চলে, নেতা আমলারা এক প্রকার শীত ঘুমে আচ্ছন্ন । সংশ্লিষ্ট বিবরণে প্রকাশ, বিগত তৎকালীন বাম আমলে শেষ বার ২০১৬ সালে স্থানীয় জনগণের দাবিতে এই ভগ্নদশায় পরিণত মরণ ফাঁদ রাস্তাটির সংস্কারের কাজে হাত লাগিয়েছিল । অতঃপর দীর্ঘ ৩ বছর যাবৎ রাস্তাটি যাতায়াতের উপযোগী হয়ে উঠেছিল । কিন্তু বর্তমানে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই রাস্তাটির অবস্থা খুবই করুন হয়ে উঠে। রয়েছে বড় বড় গর্ত । আবার কোথাও রয়েছে রাস্তার মধ্যেই বিশাল একটা জায়গা জুড়ে বালি মাটি দিয়ে ভরাট পূরণের ছবি । যার ফলে বর্ষাকালে রাস্তাটির অবস্থা যাতায়াতের একদম অনুপযোগী হয়ে ওঠে । পুরোটা রাস্তাই জলে পরিপূর্ণ হয়ে রয়েছে । এই দুর্দশাগ্রস্ত ও মরণ ফাঁদ রাস্তাটির উপর দিয়েই নালা নর্দমা পেড়িয়ে যেতে হয় “ANANDA MARGA GIRLS SCHOOL” -র ছোট ছোট ছাত্র ছাত্রীদের । প্রতিদিনই বেশ কিছু টম টম থেকে শুরু করে বিদ্যালয়ের ছোট বড়ো গাড়ির যাতায়াত চলে এই রাস্তাটি দিয়ে । যার ফলে রাস্তাটি আরও গভীরতম ভগ্ন দশায় পরিণত হয়ে আছে । কিন্তু বর্তমানে এইসব ছবি দেখেও অনেকটা না দেখার প্রতি মূর্তিতে অবতীর্ণ রয়েছে তেলিয়ামুড়া পুর পরিষদ থেকে শুরু করে স্থানীয় ৫ নং ওয়ার্ডের মেম্বার ও তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় । আর নেতা আমলাদের এই বৈষম্যমূলক আচরণেই ক্ষোভে এক প্রকার ফেঁটে পড়ছেন স্থানীয় একাংশ মানুষ থেকে শুরু করে এই ভগ্ন-দশার রাস্তাটি দিয়ে চলাচল করা নিত্য পথ যাত্রীরা ।‌

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service