2024-11-16
agartala,tripura
রাজ্য

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা বাস্তবায়নের উপর প্রশিক্ষণ (TSPCB)

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য দূষণ পর্ষদের উদ্যোগে শুক্রবার প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সারাদিনব্যপি এক প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে ৩৭টি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রথষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি TSPCB এর চেয়ারম্যান অধ্যাপক বি. কে আগারওয়ালা, সদস্য সচিব ড. বিশু কর্মকার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিনের প্রশিক্ষন শিবিরে সদস্য সচিব বিশু কর্মকার বক্ত্যব রাখতে গিয়ে বলেন : প্লাস্টিক সামগ্রীর বিরুদ্ধে দেশব্যপি প্রচারাভিযান সক্রিয় ভাবে চালিয়ে যাওয়ার জন্য সমস্ত দায়িত্বশীল নাগরিক এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকার উপর জোর দেওয়া। পলিথিন ব্যাগ, প্লাস্টিক ও থার্মোকলের কাটলারি, প্লাস্টিকের স্ট্র এবং প্লাস্টিকের পতাকা ও ফেস্টুন ব্যবহার না করার উপর জোর দিয়ে আলোচনা করেন। তবে এই অনুষ্ঠানে সকল অংশকারীদের তাঁদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাবার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং এবং চেয়ারম্যান ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এই বিষয়ে কাজ করে ভালো উদাহরণ স্থাপন করবে তাঁদের জন্য আর্থিক সহায়তা কোন বাধা হবেনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service