2024-11-16
agartala,tripura
রাজ্য

মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের কনভেনশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার। আগরতলায় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও ছিলেন মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে বলেন, আমরা চাই এমন একটা সরকার যে সরকার আমাদের কথা শুনবে। অন্তত উপকার করতে না পারুক যাতে ক্ষতি না করে। বর্তমান সরকার এমন একটা সরকার উপকার তো দূরের কথা প্রতিদিন ক্ষতি করে চলেছে মানুষের। এই সরকার সৃষ্টি সরকার নয়, ধ্বংসের সরকার। তাই এই সরকার পরিবর্তনের জন্য গরিব শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাদের রক্ত চক্ষুর কাছে মাথা নোয়ালে চলবেনা। অনেক হয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গরিব মেহনতী মানুষের যে শক্তি তা যদি সঙ্ঘবদ্ধ করা যায় তাহলেই পরিবর্তন সম্ভব। পরিবর্তন আসবে একমাত্র গরীব মানুষের সঙ্ঘবদ্ধ হওয়ার মধ্য দিয়েই। এই পরিবর্তনের জন্য মানুষ প্রস্তুত হচ্ছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service