2024-12-19
agartala,tripura
রাজ্য

বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তীর ত্রাণ বিতরন উপজাতি গরীব অংশের মানুষের মধ্যে

মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের জেরে তোলপাড় গোটা বিশ্ব . এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রধানমন্ত্রী দেশজুড়ে দিয়েছে লক ডাউন যার জেরে ভীষণ সমস্যার সম্মুখীন হন রাজ্যের গরিব শ্রেণীর মানুষ . তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন স্যাক্রিফাইস সামাজিক সংস্থা . জানা যায় মঙ্গলবার মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা আরডি ব্লকের অধীন ভগবান চৌধুরী এডিসি ভিলেজসহ অন্যান্য এলাকার ২৫০ গরিব পরিবারের মধ্যে স্যাক্রিফাইস সামাজিক সংস্থার কর্ণধার প্রদীপ চক্রবর্তীর হাত দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় . এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা জয়লাল দাসসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service