জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গত সাড়ে চার বছরে তাদের বেতন ভাতা এক টাকাও বৃদ্ধি করা হয়নি। বেতন-ভাতা বৃদ্ধির দাবি বারবার জানিয়ে আসা সত্ত্বেও কোন ধরনের সদুত্তর নেই প্রশাসনের। তাই আগামী দিনের বৃহত্তর আন্দোলনকে সামনে রেখে আরো একবার সোচ্চার হল অঙ্গনওয়ারী কর্মীরা। বেতন ভাতা বৃদ্ধি, অবসরের সময়সীমা বাড়ানো, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী গ্র্যাজুয়েট প্রদান, কর্মক্ষেত্রে পদোন্নতি সহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে প্রতিনিধি মূলক স্মারকলিপি পেশ করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা জানান বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবী দাওয়া, খুব শীঘ্রই পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে পূজোর আগে যদি তাদের দাবিগুলি পূরণের ক্ষেত্রে দপ্তর কিংবা সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে, সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
রাজ্য
বৃহত্তর আন্দোলনের বার্তা অঙ্গনওয়ারী কর্মীদের
- by janatar kalam
- 2022-07-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this